বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে ইরি-বোরো ধানের চারা রোপন কাজে ব্যস্ত কৃষক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ: কাহারোলে মাঠ জুড়ে শুরু হয়েছে ইরি-বোরো ধানের চারা রোপনের কাজ। এর ফলে এই উপজেলার কৃষকরা এখন অতি ব্যস্ত সময় পার করছেন চারা রোপন ও জমি তৈরির কাজে। দিনাজপুরের কাহারোল উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে মাঠে মাঠে চলছে ধানের চারা রোপনের কাজ। কৃষকরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইরি-বোরো ধানের চাষীরা কৃষি শ্রমিককে নিয়ে চারা রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই মাঘের শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে চলছে ইরি-বোরো চারা রোপন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ইরি-বোরো ধান চাষীরা গভীর নলক‚প ও শ্যালো-মেশিন দিয়ে তাদের জমিতে পানি দিচ্ছে। আবার কোনো কোনো কৃষক জমিতে ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করছে, কেউ বা কৃষি শ্রমিক নিয়ে ইরি-বোরো ধানের জমিতে চারা রোপনের কাজ করছেন। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে এই উপজেলায় ৫ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে কৃষি বিভাগ বলছেন, এই লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে তারা আশা করছেন। উপজেলার ডাবোর ইউনিয়নে ডহচী গ্রামের কৃষক মোঃ শফিউল আলম জানান, তিনি এবার ৫ একর জমিতে ইরি-বোরো ধান চাষাবাদ করছেন। অপরদিকে রসুলপুর ইউনিয়নের বলেয়া গ্রামের কৃষক মোঃ আব্দুল হালিম বলেন, গত ৩-৪ দিন ধরে জমিতে হাল চাষ করছি এবং আগামী ২/১ দিনের মধ্যে ৬ একর জমিতে ইরি-বোরো ধানের চারা লাগাবো। একই গ্রামের আরেক কৃষক সুধীর চন্দ্র রায় জানান, আমন ধানের ফলন ভালো হয়েছে, দামও ভালো পেয়েছি। তাই ইরি-বোরো ধানের চাষাবাদ গত বছরের তুলনায় ১ একর জমি বেশি চাষাবাদ করছি। আশা করি ফলন ভালো হওয়ার সম্ভবনা রয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, ইরি-বোরো ধান চাষাবাদের জন্য কৃষকদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে সারের কোনো ঘাটতি নাই এবং কৃষকেরা হাত বাড়াইলে সার ও কীটনাশক পাচ্ছেন। কৃষি বিভাগ ইরি-বোরো ধান চাষের ক্ষেত্রে কৃষকদের উৎসাহিত করছেন এবং মাঠ পর্যায়ে কৃষি উপ-সহকারি, কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা-মা

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

পীরগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১১৯টি মন্ডপে সরকারী অনুদান বিতরণ

দেশ আলোড়িত সেই ইয়াসমিন ট্রাজেডি আজ বৃহস্পতিবার

দেশের প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা পঞ্চগড়, ২১ জুলাই উদ্বোধন

নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে দিনাজপুরে সভা অনুষ্ঠিত

নৌকার তরে নারীকুলের আনন্দ উৎসব

আটোয়ারীতে নবাগত ডাক্তারদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ধান চাউল ব্যবসায়ী গ্রুপ’র নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত কার্য্য-নির্বাহী কমিটি

বীরগঞ্জ পল্লীতে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত