চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চিরিরবন্দর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান ও দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল ঈমাম চৌধুরী (চশমা প্রতিক)।
সভায় উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন। সভায় ইউপি চেয়ারম্যানসহ সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।