বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এবং এই শিল্পের বিকাশে দেশী ও বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন জেলা পঞ্চগড় সহ সারা দেশের পর্যটন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন সহ নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রদক্ষেপ নিয়েছে সরকার। তিনি মঙ্গলবার পঞ্চগড় সার্কিট হাউসে এক সুধী সমাবেশে এ কথা বলেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী এমপি বলেন, প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভুমি পর্যটক প্রিয় পঞ্চগড়ে দেশী ও বিদেশী পর্যপকদের নিরাপত্তা ও সুবিধার্থে এবং পর্যটন খাতে গতি আনতে পঞ্চগড়ে আধুনিক রিসোর্ড ও ফাইফ তারকা মানের মটেল নির্মাণ করা হবে।
এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো.আব্দুল হান্নান শেখ, জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রীদ্বয় পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় পর্যটন কেন্দ্র নির্মাণের স্থান ও পর্যটন কেন্দ্র সমুহ পরিদর্শন করেন ও তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের সীমান্তা রক্ষা বাহীনি বিজিবি ও বিএসএফ এর যৌথ পারেড রিট্রিট পরিদর্শন করেন এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।