পীরগঞ্জ প্রতিনিধি
শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বানুয়াপাড়ায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে টাংগন নদী মৎস ব্যাবস্থাপনা উন্নয়ন সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৩৭ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেন। এতে সভাপতি পদে ফজলুল করিম ছাতা প্রতিকে ৭১ ভোট পেয়ে জয়যুক্ত হন,তার নিকটতম প্রতিদ্বন্দি হামিদুল ইসলাম চাকা প্রতিকে ৬৪ পেয়ে পরাজিত হন এবং সাধারণ সম্পাদক পদে ফারমান আলী মাছ প্রতিকে ৫৩ পেয়ে জয়যুক্ত হন,তার নিকটতম প্রতিদ্বন্দি জাহিরুল ইসলাম টিউবওয়েল প্রতিকে ৫০ ভোট পেয়ে পরাজিত হন ও কোষাধ্যক্ষ পদে আবুল কালাম চশমা প্রতিক ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন , তার নিকটতম প্রতিদ্বন্দি শাহাদৎ হোসেন ৫৯ পেয়ে পরাজিত হন। নিবার্চন পরিচালনার করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম সহ সমাজ সেবার অফিসের কর্মকর্তা কর্মচারীগণ।