বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

“প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর আইনি সহায়তা সহজলভ্য করতে দিনাজপুর জেলার বিচারকবৃন্দের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১০, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আলমগীর কবীর বলেছেন, সুইপারের ছেলে সুইপার হবে, এমন চিন্তা থেকে বেড়িয়ে আসতে হবে। নিজের অধিকার আদায়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। এছাড়া আদালতে বিচারাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর মামলাগুলো তালিকা করে বিশেষ নজর দেয়া এবং দ্রæত নিষ্পত্তি করার আহবান জানান তিনি।
“প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর আইনি সহায়তা সহজলভ্য করার জন্য দিনাজপুর জেলার বিজ্ঞ বিচারকবৃন্দের সাথে সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেক্স এর মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোমবার সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে সাথে ছিল ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
মতবিনিময় সভায় হেক্স এর আওতাধীন দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি চিত্ত ঘোষ এবং হেক্স এর টেকনিক্যাল অফিসার পাপন কুমার সরকারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানের বিজ্ঞ বিচারক মো. হুমায়ুন কবির সরকার, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জুলফিকার উল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক আলমগীর কবির শিপন, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক মেহেদী পাভেল সুইট, সদর উপজেলার সিনিয়র সহকারী জজ ইসরাফিল আলম, জেলা লিগ্যাল এইড অফিসার ফাতিমা খাতুন, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক মো. খয়রাত আলী, জেলা আদালতের গভর্মেন্ট প্লেডার (জিপি) মোল্লা মো. সাখওয়াত হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক), ঠাকুরগাঁও জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্য এ্যাডভোকেট ইমরান চৌধুরী।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর আরো বলেন, সমাজের কেউ পিছিয়ে থাকবে রাষ্ট্র এমনটা চায়না। তাই প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীসহ পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র আইন দ্বারা সুরক্ষার ব্যবস্থা করেছেন। দরিদ্র জনগোষ্ঠী আর্থিক সামর্থ না থাকায় আইনী সহায়তা হতে যেন বঞ্চিত না হয় সে জন্য লিগ্যাল এইড এর ব্যবস্থা করেছেন। ফলে আইনী সুরক্ষা পাওয়া দলিত ও আদিবাসী দরিদ্র মানুষের অধিকারে পরিনত হয়েছে। যার অর্থ নাই তিনিই লিগ্যাল এইড এর সহায়তা নিয়ে আইনী সেবা পাবেন। এছাড়া তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীসহ পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীদের নিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী ও স্বাস্থ্য বিভাগের সাথে মতবিনিময় করার পরামর্শ দেন।
এর আগে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক আলবিনুস টুডু, জেলা প্লাটফর্মের যুগ্ম সাধারণ সম্পাদক রংলাল বাসফোঁর, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান লুকাস সরেন, সদর উপজেলা প্লাটফর্মের সাধারণ সম্পাদক শিউলী বাড়া, ফুলবাড়ী উপজেলা প্লাটফর্মের সাধারণ সম্পাদক কমল কিস্কু, জেলা প্লাটফর্মের সদস্য রুনু মিনঝি, রিপন মার্ডি, বিরলের কৃষ্ণ কড়া প্রমুখ।
মুক্ত আলোচনায় রংলাল বাঁশফোর তার বক্তব্যে বলেন, আর কত উপাধি নিবো আমরা। পুর্বজনদের রেখে যাওয়া পেশা সুইপারি করতে হচ্ছে। সুইপার বলে সকল ক্ষেত্রে অবহেলিত হতে হচ্ছে। নাম দেয়া হচ্ছে দলিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা কোথায় জমি কিনতে পারি না। আমরাও সমাজের সকলের মত স্বাভাবিক ভাবে চলতে চাই। এছাড়া মুক্ত আলোচনায় ভুমি, দলিল ও মামলা সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।
এর আগে শহীদ সোহেল ও জগন্নাথ এর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে মতবিনিময় সভা শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন হেক্স এর পার্টনারশিপ ম্যানেজার ভুপেশ রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি চিত্ত ঘোষ। ধারনাপত্র পাঠ করেন ইএসডিও ঠাকুরগাঁও এর প্রকল্প সমন্বয়কারী কাজী মো. সিরাজুস সালেকিন।
মতবিনিময় সভায় জেলার সকল বিচারকবৃন্দ, জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটুসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ এবং মুল¯্রােতধারার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত