বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥ আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষ্যে সাধারণ কাউন্সিলর পদে বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্ল্যাকবোর্ড প্রতীকের পক্ষ্যে পৌরশহরের ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেছে মো: আবু মুঈদ রুবেল মাষ্টার। ১১ জানুয়ারী সোমবার বিকেলে ওয়ার্ডের আদর্শ পাড়া, জেলখানা হাটপুকুর আশ্রায়ন সহ বিভিন্ন পাড়া ও মহলায় ব্লাকবোর্ড প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন মো: আবু মুঈদ রুবেলের নেতৃত্বে এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ভোটার ও সমর্থনকারীরা। ভোটার ও জনসাধারণের মাঝে গণসংযোগকালে মোঃ আবু মুঈদ রুবেল বলেন, উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে ব্ল্যাকবোর্ড প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে অবহেলিত ৯ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, ময়লা-আবর্জনা দ্রুত অপসারনের ব্যবস্থা, ওয়ার্ডের অধীনে পানি সরবরাহ, লাইট ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। ওয়ার্ডের সকল দুস্থ মানুষের বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা অগ্রাধিকার ভিত্তিতে সুষ্ঠুভাবে বন্টন করা। বয়স্ক ও শিশু শিক্ষার ব্যবস্থা গ্রহন, চুরি চামারী রোধ করা ও মাদক নির্মূল সহ ৯ নং ওয়ার্ড আধুনিকায়ন করার লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আলোকিত ওয়ার্ড গঠন ও কাঙ্খিত মান উন্নয়ন সম্ভব। এসময় ৯ নং ওয়ার্ডের ব্ল্যাকবোর্ড প্রার্থীর সমর্থক – কর্মী সহ বিভিন্ন বয়সের অনেক ভোটাররাই সেচ্ছায় গণসংযোগে অংশ নেন এবং আসন্ন নির্বাচনে ব্ল্যাকবোর্ড প্রতীকে ভোট দান করে বিজয় হওয়ার শতভাগ সম্ভাবনার কথা বলেন অধিকাংশ সাধারন ভোটার।