আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মহা-পরিচালক ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরাবরে দায়ের করেছিলেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( মৌলভী) মোঃ মোস্তফা কামাল। অভিযোগটি আমলে নিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) সরেজমিনে তদন্তে আসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ,ঢাকা’র অতিরিক্ত দায়িত্ব আইন শাখা’র অফিসার ইনচার্জ ( কমার্শিয়াল সেল) ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান, ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব আলম প্রধান সহ সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক আয়ুব আলী সহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিযোগকারী শিক্ষক মোস্তফা কামাল, জনপ্রতিনিধি সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তদন্তকার্য পরিচালনা করেন। তদন্তের শুরুতেই অভিযোগসমুহ সবার জ্ঞাতার্থে পাঠ করে শুনান। পরে অভিযোগের উপর উম্মুক্ত পরিবেশে অভিযুক্ত প্রধান শিক্ষক ও অভিযোগকারী মৌলভী শিক্ষকের বক্তব্য শুনেন তদন্তকারী কর্মকর্তা। তদন্তের এক পর্যায়ে উপস্থিত সবার কাছ থেকে পৃথক পৃথকভাবে লিখিত বক্তব্য গ্রহণ করেন তিনি। তবে ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের তদন্তকারী কর্মকর্তার কাছে মতামত ব্যক্ত করতে অনীহা প্রকাশ করতে দেখা গেছে। শেষে উভয় পক্ষকে প্রমান পত্র দাখিলের নির্দেশ দেন ওই কর্মকর্তা। তদন্তকারী কর্মকতা বলেন, তদন্ত নিরপেক্ষ হবে। তদস্তে অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকরা হবে।