পীরগঞ্জ প্রতিনিধি ঃ রিয়েলিটি শো’ মাধ্যমে সংগীত জগতে পরিচিতি পান ইউসুফ আহমেদ খান। তবে নিজস্ব ঘরানার গানের চর্চা করেন তিনি। বাবা ছিলেন সংগীত ওস্তাদ ইয়াকুব আলী খান। ইউসুফ টেলিভিশন ও মঞ্চে গানের পাশপাশি নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’-এ প্রকাশ করেন। অসংখ্য মৌলিক গান করেছেন তিনি। তাঁর গাওয়া ‘কোথাও কেউ নেই’ গানটি শ্রোতাদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। গানটিতে তাঁর সহশিল্পী আনিকা। চলচ্চিত্র ‘যুদ্ধশিশু’তে তিনি প্লে ব্যাক সিঙ্গার হিসেবেও গান গেয়েছেন। বাংলাদেশের ক্ল্যাসিক গানের জগতে ইউসুফ আহমেদ খান এক অনন্য শিল্পী।
অন্যদিকে বগুড়া’র মেয়ে স্বর্গ্য তৌহিদ আরটিভি ইয়াং স্টারে সেরা ছয়ে স্থান করে নিয়ে দেশব্যাপী গানপ্রিয় মানুষদের দৃষ্টি কেড়েছেন। তাঁর কণ্ঠে আছে এক ভিন্নরকম আবেদন। মাত্র আড়াই বছর বয়সে আধো আধো বোলে ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’ গান দিয়ে মঞ্চে ওঠা। সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন তিনি। ২০১১, ২০১২ ও ২০১৩ সালে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় নজরুল গীতি ও দেশের গানে রাজশাহী অঞ্চলে প্রথম হন তিনি। ছাত্রী হিসেবেও মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। এ পর্যন্ত ১৩ টি মৌলিক গান করেছেন তিনি। সম্প্রতি তিনি ইউসুফ আহমেদ খানের সঙ্গে ‘চোখের ওই কাজল’ শিরোনামে যৌথ গান করেছেন। গানটির গীতিকার মো. সেলিমুজ্জামান। সুর করেছেন বুলবুল আনাম এবং মিউজিক করেছেন শামীম মাহমুদ। গানটি ২৮ ফেব্রæয়ারি রাত ০৯:০০টায় উর্বশী ফোরাম ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে। একই সঙ্গে চ্যানেল নাইন ও উর্বশী গানের সিঁড়ি ফেসবুকেও অনএয়ার হয়েছে গানটি।