বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। র্যালী শেষে আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা এর সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিলুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার প্রমুখ।