রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঠাকুনগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও প্রসাশনের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশার (ভূমি) ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার মো. নূর- ই- আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, পল্লী বিদ্যুৎ ডিজিএম নেজামুল ইসলাম, আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসন বিপ্লব, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক -রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাচন অফিসে ভোটার সেবা কার্যক্রম পরিচাললিত হয়।