বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর সাহাপাড়া গ্রামে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৬ টার নকুল, বিমল, ভূপেন, তরুণ, দেবাশীষ, গনেশসহ ৬টি পরিবারের বসতঘরে এই অগ্নিকাণ্ড ঘটে।
এতে বসতবাড়ি ২০টি ঘর,৪টি গরু, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থসহ ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৃত হর সুন্দরের ছেলে নুকূল মাস্টার। অগ্নিকাণ্ডের খবর বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন নিশ্চিত করেছেন।
প্রদক্ষদর্শী ঠাকুর দাস ও পলাশ চন্দ্র রায় জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই এলাকার ছয় পরিবারের ২০ টি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পূর্বেই ১২/১৪টি ঘর পুড়ে ভস্মীভুত হয়। আগুনে তাদের ঘরে থাকা সকল আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ, গবাদী পশু গরুসহ সবকিছু পড়ে যায়।
পরে বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আব্দুর রউফ এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভুক্তভোগী পরিবারের নুকূল ও বিমল চন্দ্র রায় জানান, তাঁদের ৪ টি গরুর বর্তমান বাজার দর ৪ লাখ টাকা,গরু বিক্রয়ের নগদ ৪ লাখ টাকা, স্বর্ণালংকার, ঘরের আসবাবপত্র সহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত বিষয়ে তারা জানতে পারেনি।
বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, গরু ব্যতীত কোন মানুষ হতাহত হয় নি।
সংবাদ পেয়ে রাতেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, প্রকল্প বাস্তবায়ন অফিসার ছানাউল্যাহ মিয়া, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হুসেইন বিপু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, সাংবাদিক নেতৃবৃন্দ সহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।