বোচাগঞ্জ প্রতিনিধিঃ বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিনিয়র ডিভিশন ফুটবল লীগে চ্যাম্পিয়ন হল সেতাবগঞ্জ ইভেন্ট, রানারআপ হয়েছে টাংগন ফুটবল একাডেমী। ১৩ জানুয়ারী বুধবার বিকেলে সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ছন্দা পালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুল আনোয়ার চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ- ফুটবল লীগে উপজেলার ৭টি দল অংশ গ্রহণ করে।