মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বোরো আবাদে ঠাকুরগাঁওয়ে ডিজেল ও সারের কৃত্রিম দামে কৃষকদের নাভিস্বাস

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৭, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: কৃষি প্রধান বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বোরো আবাদে জ্বালানি তেল ও রাসায়নিক সারের কৃত্রিম সংকট এবং দাম বৃদ্ধিতে জেলার কৃষকদের নাভিস্বাস। সার ও ডিজেলের দামের কারণে বোরো চাষে হিমশীম খাচ্ছেন তারা। কৃষকদের অভিযোগ সারের কৃত্রিম দাম ও সংকট রোধ না করলে তারা এভাবে মাঠে মারা যাবে।

চলতি বোরো রোপন মৌসুমে দেখা যায়, জেলার কৃষকরা বোরো ধান রোপনে জমিতে সেচ, চাষ, মাঠি সমান ও পানি ধরে রাখেতে জমির আইল বাঁধা এবং চারা উত্তলন করে রোপন কাজে চরম ঘাম ঝড়া পরিশ্রমে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের আগুন দামে ডিজেল ও সারের কৃত্রিম সংকটে ও দাম বৃদ্ধির কারণে ধান উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় হাউহুতাশ খাচ্ছেন তারা।

জেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ১৫০ হেক্টর জমি। যার ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০ মেট্রেক টন। আর এখন পর্যন্ত ৫০ হাজার ২৫০ হেক্টর জমিতে ধান রোপন কাজ সম্পন্ন হয়েছে। বাকি জমিগুলোতে আগামী ৮-১০ দিনের মধ্যেই রোপণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবিরের দেওয়া তথ্যমতে, গত বছর বোরো ধানের ক্রয় মূল্য ছিল ২৬ টাকা কেজি। সেই হিসেবে ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০ মেট্রেক টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ি ৬৯৬ কোটি টাকার ধান উৎপাদন হবে ঠাকুরগাঁও জেলা থেকে।

আপনারা খালি আমাদের ভিডিও করে নিয়ে যান কিন্তু তাতে আমাদের কৃষকদের কোন লাভ হয় না বলে আক্ষেপ করে সদর উপজেলার লক্ষীপুর গ্রামের ষাট ঊর্ধ্ব কৃষক আব্দুল কুদ্দুস বলেন, ‘সরকার বলছে সারের কোন ঘাটতি নাই কিন্তু বাজারে তাদের নির্ধারিত দামে ঠিক মতো কোন সার পাওয়া যাচ্ছেনা, গেলেও দাম দিতে হচ্ছে দ্বিগুণ। আলু রোপনের সময় ও এখন চাইনা ধান করার সময়েও ঋণ করে ইউরিয়া ১২’শ, টিএসপি ১৭’শ ও পটাশ (এমওপি) ১৬’শ টাকা দরে কিনতে হচ্ছে। সরকার যদি আমাদের দিকে না দেখে তাহলে আমরা কৃষক মাঠে মারা যাবো। সরকার চাকুরিজীবীদের বেতন ঠিকি বাড়াচ্ছে কিন্তু কৃষকদের খোঁজ করে দেখে না। আপনারা এভাবে আমাদের ভিডিও করে নিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের ভিডিওর কোনো কাজই হয় না।,

লক্ষীপুর গ্রামের ষাট ঊর্ধ্ব আরেক কৃষক বাবলু বলেন, ‘ডিজেল ও সার-বিষের দামের জন্য আমরা ক্ষেতের ঠিকভাবে পরিচর্যা করতে পারছি না। টাকার অভাবে এতো দামে আমরা তেল, সার-বিষ কিনে কৃষি করতে হিমশিম খাচ্ছি। আর আমরা যদি কৃষি করতে না পারি তাহলে যারা চাকরি করেন তারা তো আর সবাই কৃষি করেন না। তাহলে তারা কি খাবেন? সরকার যদি এসবের দাম একটু কমায় তাহলে আমাদের কৃষককের খুব উপকার হবে। আর যদি এবিষয়ে কোন পদক্ষেপ না নেন তাহলে আমাদের পক্ষে এভাবে কৃষি করা অসম্ভব হয়ে পড়ছে।,

সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের ইব্রাহীম বলেন, ডিজেল প্রতিলিটার ১১৫ টাকায় কিনতে হচ্ছে। এভাবে কৃষি করে তাদের টিকে থাকা মুশকিল। তাই সরকারকে ডিজেল ও সারের দাম কমানোর বিষয়ে দ্রুত পদক্ষে গ্রহণ করে কৃষকদের দিকে নজর দেওয়া উচিত।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অনুযায়ি ধানের ন্যায্যমূল্যের সংষ্কা করে গড়েয়া ইউনিয়নের ঢাংগী পুকুর গ্রামের আলহাজ্ব গোলাম মোস্তফা বলেন, আমি ১০ একর জমিতে এবার বোরো আবাদ করেছি। কিন্তু বর্তমানে কৃষি পণ্যের যে দাম তাতে ৫০ শতকের প্রতি বিঘা জমিতে বোরো আবাদে ২৬ হাজার টাকা খরচ পড়ছে। যদি ধানের মণ ১৫০০ টাকা থাকে তাহলে হয়তো আমরা একটু লাভবান হবো।,

অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. সিরাজুল ইসলাম সারের কোনো ঘাটতি নেই বলে উল্লেখ করে বলেন, ‘জেলায় চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ আছে ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেউ বেশি দামে সার বিক্রয় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এবিষয়ে আমাদের মনিটরিং কর্যক্রম অব্যাহত আছে ও থাকবে। এছাড়াও বোরো ধান আবাদে কৃষকদের আমরা সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে লায়ন্স ক্লাবের অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ

বীরগঞ্জে মেসার্স সূর্য্য এন্টার প্রাইজ সহ ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করা ছাত্রদের কাজ না —- রাণীশংকৈলে বিএনপি মহাসচিব

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

দ. কোরিয়ার কর্মকর্তা হত্যা: ক্ষমা চাইলেন কিম জং উন

বীরগঞ্জে দীর্ঘমেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

বীরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ জাত এর মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা  পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি  শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা