হাকিমপুর প্রতিনিধি \আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হাকিমপুরে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না রাখায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলার হিলি বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা অফিস সূত্রে জানা যায়, আসন্ন রমজান মাস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার হিলি বাজারে পাঁচটি দোকানে অভিযান চালানো হয়। এতে পণ্যের মূল্য তালিকা না রাখার অভিযোগে প্রিন্স ভ্যারাইটিজ স্টোর, মেসার্স কাশেম স্টোরসহ পাঁচটি দোকানে মোট ১৭হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, আসন্ন রমজানে কোনো ব্যবসায়ী ভোক্তার কাছে বেশি দামে যেন পণ্য বিক্রি না করতে পারে সেজন্য সজাগ আছি। এ অভিযান অব্যাহত থাকবে।