হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
শতভাগ স্কাউটস হিসেবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। হরিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২০২৩ সালের ১১-১৪ মার্চ ৪দিন ব্যাপী তৃতীয় স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কাব স্কাউট, স্কাউট ইউনিট গঠিত হওয়ায় হরিপুর কে শতভাগ স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করেন।
এতে সকল কাব স্কাউট সদস্যদের মাঝে উল্লাস দেখা যায়। হরিপুর উপজেলাকে শতভাগ স্কাউটস হওয়ায় অভিনন্দন জানিয়েছেন হরিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
স্কাউটস সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক জানান, জেলা প্রশাসক স্যারের সার্বিক দিকনির্দেশনায় শতভাগ স্কাউটস উপজেলা হিসেবে মানসম্মত স্কাউটিং নিশ্চিতকরণে এই হরিপুরকে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।