মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপদা সীমান্তে বিজিবি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় সীমান্ত অপরাধ, মাদক চোরাচালান প্রতিরোধ, মাদক সেবনের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ সম্পর্কে এক জন সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে বেতনা ক্যাম্প বিজিবির অধীনে বকুয়া ইউনিয়নের চাপদা বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম।
এ সমাবেশে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম,বিজিবির বেতনা ক্যাম্প কমান্ডার রোকনুজ্জামান রোকন, বকুয়া ইউপির চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা
সমাবেশে বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।