রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৯, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীযতাবাদী দল-বিএনপি’র নব-নির্বাচিত দিনাজপুর জেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পরিচিতি ও সাধারন সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয নির্বাহী কমিটির ভাইস চেযারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, সুশৃঙ্খল কর্মীবাহিনী ছাড়া কোন দলকে এগিয়ে নেওয়া যায় না। কারণ শৃঙ্খলার কোন বিকল্প নেই। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি করতে হবে। তাহলে দলকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি দলের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দলের দায়িত্ব পালনের আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেযর সৈয়দ জাহাঙ্গীর আলম, বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এমএ জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সিনিযর সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আরহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব সোলায়মান মোল্লা, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ নওশাদ আলী, মোঃ শামিম চৌধুরী, সিনিযর যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা, আমিনুল ইসলাম মুন্না, মোঃ আনিসুর রহমান বাদশা প্রমূখ।
অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্যবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকার, দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, যুবদল রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজাসহ জেলা বিএনপির সম্পাদক মন্ডলির অন্যান্য সদস্য ও নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে নীলফামারী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. এজেডএম জাহিদ হোসেনকে জেলা বিএনপির পক্ষ থেকে সংবার্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধের মৃত্যু

শ্রেষ্ঠ ক্লিনিকের সম্মাননা গ্রহন করলেন মেরী স্টেপ এর ম্যানেজার সুদীপ্ত বসাক

সেই শিশুকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাণীশংকৈল বাসী ও ইউএনও

ঠাকুরগাঁওয়ে মিশ্র ফলের বাগান করে লাখ টাকা আয়,সফল হয়েছেন – পারভেজ

কালিয়াগঞ্জ হাট বারোয়ারি দূর্গা পূজা মন্ডপে জাতীয়তাবাদী যুবদলের সূধী সমাবেশ

​ চীন থেকে এলো সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

রানীংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নীলফামারী জেলা দল চ্যাম্পিয়ন

পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব

কাবুল থেকে ইউক্রেনের বিমান ছিনতাই