রাণীশংকৈল প্রতিনিধিঃ- চতুর্থ ধাপের ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে ১২জন কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর ১৩ জনের দাখিলকৃত মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে বৈধ ঘোষনা করেছে উপজেলা নির্বাচন অফিস। তবে ২নং ওয়ার্ডের আসাদুজ্জামান ৭ নং ওয়ার্ডের আমান উল্লাহ আমান ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ঋণ জটিলতা থাকায় বিশেষ যাছাই বাছাই শেষে বিকেল সাড়ে পাচঁটায় তাদের প্রার্থীতার বৈধতা দেয় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার আঁখি সরকার।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন ফরম যাচাই বাছাই হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার সোহেল সুলতান জুলকার নাইন উপজেলা নির্বাচন অফিসার আখি সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মেয়র পদের ১২ প্রার্থীসহ কাউন্সিলর সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচন সহকারী রিটানিং কর্মকর্তা আখি সরকার জানান, সব প্রার্থীদের কাগজ পত্র যাচাই বাছাই শেষে তাদের প্রার্থীতা বৈধতা দেওয়া হয়েছে। আগামী ২৬ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। পরের দিন প্রতিক বরাদ্দ দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা করার অনুমতি দেওয়া হবে।