হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার
(১৩ এপ্রিল) দুপুর ১২টায় সরাসরি কৃষকের নিকট থেকে গম সংগ্রহ অভিযানের লটারী অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, এই উপজেলায় সরকারী ভাবে ১৮ হাজার ৪শ ৫৬ জন কৃষকের নামীয় লটারীর মধ্যে ৯ শ ৭৩ জন কৃষকের নিকট জন প্রতি ৩ টন ২৮ টাকা কেজি দরে গম সংগ্রহ করা হবে বলে খাদ্য অধিদপ্তর জানায়,
উম্মুত্ত ভাবে এই লটারি উদ্ভোধনী অনুষ্ঠানে শুভ উদ্ভোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি শামশুজ্জামান সাজু,
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সরকারী বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।