বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সীমান্ত গলিয়ে আসছে ভারতীয় আলু \ ক্ষতির আশংকায় আলুচাষীরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৯, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে চোরাচালানীর তালিকায় এবার যোগ হয়েছে গ্রেহস্তের আলু। প্রতিবেশি ভারতে দাম অনেক কম থাকায় বিভিন্ন সীমান্ত গলিয়ে বাংলাদেশে ঢুকছে নি¤œমানের এসব আলু। প্রকাশ্যে ভারতীয় আলু পাচারের কারণে স্থানীয়ভাবে উৎপাদিত আলুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হবার আশংকা করছেন স্থানীয় আলু চাষিরা। অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের ম্যানেজ করেই সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান হচ্ছে বিভিন্ন পণ্য। সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ৬৬ বস্তা আলু জব্দ করেছে বিজিবি।
সীমান্ত সূত্র জানায়, নীলফামারি ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া, মমিনপাড়া, তিনঘড়িয়া পাড়া এবং বাঙ্গালপাড়া গ্রামগুলো ভারতের সীমান্ত ঘেষা। এসব গ্রামের বিপরীতে ভারতের গ্রামগুলোর মাঝে কোন কাঁটাতারের বেড়া নেই। তাই ভারতীয় কয়েকটি গ্রামের বাসিন্দাদের এসব গ্রামের বাসিন্দাদের সম্পর্ক দীর্ঘদিনের। এবার ভারতে আলুর দাম অনেক কম। ঘাগড়া সীমান্তের বিপরীতে ভারতে ওইসব এলাকায় উৎপাদিত আলু স্থানীয় চোরাকারবারীরা মাত্র ৩ টাকা কেজি দরে কিনে ১১ থেকে ১৩ টাকা কেজিতে পাইকারী বিক্রি করছেন বহিরাগত ব্যবসায়ীদের কাছে। চলতি আলু উৎপাদন মৌসূমের শুরু থেকে ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে অবাধে পাচার হচ্ছিল ভারতীয় আলু অভিযোগ ওই এলাকার কৃষকদের। খবর পেয়ে গত রোববার অভিযান চালিয়ে ৬৬ বস্তা ভারতীয় আলু উদ্ধার করে বিজিবি সদস্যরা। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্টদের ম্যানেজ করেই এই সীমান্ত দিয়ে অবৈধভাবে আলু পাচার হচ্ছে। বিষয়টি জানাজানি হলে অভিযানের নামে ৬৬ বস্তা আলু জব্দ করা হয়। এ নিয়ে সীমান্ত এলাকার কেউ কথা বলতে রাজী হয়নি। তবে সদর উপজেলার হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম ছিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় চাষকৃত আলু প্রতিদিন পরিবহণ করা হয়। তবে কোনটা ভারতীয় আর কোনটা দেশীয় আলু চেনার উপায় নেই। তবে বস্তা দেখে ভারতীয় আলু বোঝা যায়।
বিজিবি ঘাগড়া ক্যাম্পের নায়েক সুবেদার আনোয়ার হোসেন বলেন, এই সীমান্ত এলাকায় উভয় পাশেই আলু চাষ করা হয়েছে। কয়েকটি গ্রামে ভারত এবং বাংলাদেশ সীমান্ত ইন্ডিকেট করা কঠিন। উভয়দেশের জমিতেই আলু চাষ হচ্ছে। কোনটা ভারতের আর কোনটা বাংলাদেশের আলু তা বোঝা যায় না। আলু পাচারের তথ্য পেয়ে ওই সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

যানজোট প্রতিরোধে বীরগঞ্জ পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে স্বস্তি.

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

ঠাকুরগাঁওয়ে মাথা গোঁজার ঠাঁই চান বৃদ্ধা

হরিপুরে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

রংপুরে আগামী ২ তারিখের মহাসমাবেশ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে শাণিত করবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে রক্তদাতা ও রক্তযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী

বীরগ‌ঞ্জে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

হত্যা মামলার ৩ আসামীকে পীরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্্যাব

হরিপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগষ্ট পালিত