চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: মশা তাড়ানোর কয়েলের আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে ৩টি ঘরসহ ৮টি গবাদিপশু ও অন্তত ২০টি হাঁস-মুরগি। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ২৮ মার্চ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামের সর্দারপাড়ায় পুলিশের এস আই মামুনের বাড়িতে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মামুনের বাড়ির অন্যান্য সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে ওইবাড়ির জনৈক সদস্য গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। মূর্হুতের মধ্যেই আগুনের লেলিহান শিখা চর্তুদিকে ছড়িয়ে পড়ে। নিমিষেই আগুনে গোয়ালঘর, খড়িঘরসহ ৩টি ঘর, ৩টি গরু, ৫টি ছাগল ও অন্তত ২০টি হাঁস-মুরগি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে অন্তত ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মশা তাড়ানোর কয়েলের আগুনেই এই অনাকাঙ্খিত অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য। এ ধরনের অনাকাঙ্খিত অগ্নিকান্ডের ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে।