রবিবার , ১৭ জানুয়ারি ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে মাদক সম্রাজ্ঞী ববিতাকে ভ্রাম্যমাণ আদালতে ৭বছর কারাদণ্ড

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৭, ২০২১ ৪:২০ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে… ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
রবিবার সকালে (১৭জানুয়ারি) গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয় ।
থানা সূত্রে জানা যায়, এএসপি সার্কেল তোফাজ্জল হোসেন ও রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবালের নেতৃত্বে শনিবার রাতভর অভিযান চালিয়ে পৌরশহরের ডিগ্রী কলেজ সংলগ্ন লুৎফর রহমানের কন্যা মাদক সম্রাজ্ঞী ববিতাকে পৃথক ২টি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ বছর সশ্রম কারাদন্ড সহ ৩হাজার টাকা জরিমানা অপর মামলার ০১বছর জেল সহ ১০লক্ষ টাকা জরিমানা করেন।

অপরদিকে উপজেলার রসুনপুর গ্রামে কলিমউদ্দীনের পুত্র বানু শেখের গ্রেফতারি পরোয়ানা থাকায় ও ৯৯৯ নাম্বারে কল করে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার সামশুলের পুত্র মাসুদ কে গ্রেফতার করেন।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন মাদক জুয়া সহ বেআইনি কোনকাজে কাউকে ছাড় দেওয়া হবে না। শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলস ভাবে রাতদিন কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও