নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকালে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর জালে আটক ১ জন মাদক ব্যবসায়ী।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাত্রীবাহী মাহিন্দ্রা অটোরিক্সা করে বকুলতলা বাজার টু বীরগঞ্জ হাইওয়ে দিয়ে বীরগঞ্জ এলাকা অভিমুখে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ০৪ এপ্রিল ২০২৩ খ্রিঃ দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ০৫ নং সুজালপুর ইউপিস্থ বকুলতলা বাজার টু বীরগঞ্জ হাইওয়ে রাস্তায় বর্ষা গোপালপুর এলাকায় পাকা রাস্তার উপর র্যাবের একটি চৌকস আভিযানিক দল চেকপোস্ট স্থাপন করে রাস্তায় চলাচলকারী যানবাহন তল্লাসীকালে সন্দেহ জনক একটি যাত্রীবাহী মাহিন্দ্রা অটোরিক্সা তল্লাশি করে। উক্ত যাত্রীবাহী মাহিন্দ্রা অটোরিক্সার ভেতর স্কুল ব্যাগসহ ছাত্রবেশী একজন যাত্রীর স্কুল ব্যাগে কাপড় চোপড়ের নিচে লুকাইতো অবস্থায় ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী (ছাত্রবেশ ধারণকারী) আসামী ১। মোঃ বাবুল ইসলাম (২২), পিতা- মোঃ আব্দুস সালাম, সাং- ঘন শ্যামপুর, থানা- রানীশংকৈল, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী বেশ কিছু দিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ছাত্রবেশ ধারণ করে বিভিন্ন মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি মারাত্বক মাদক ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করে। ফলে দেশের যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ভাবে বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।