দিনাজপুর ইকবাল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাত বীর শ্রেষ্ঠের প্রতিকৃতির সামনে ময়লা-আবর্জনা ফেলে নোংরা করে রাখার বিষয়টি নজরে আসলে শুক্রবার দুপুরেই জেলা প্রশাসক শাকিল আহমেদ ভাস্কর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের অতি দ্রুত আবর্জনা অপসারণ করার নির্দেশ দেন । এছাড়া আগামীতেও ঐ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের সজাগ থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দেবাশীষ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ।
এসময় ইকবাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম নবী দুলাল বলেন, পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তারা কোন ব্যাবস্থা গ্রহন করেনি। তবে জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে স্থানটি পরিচ্ছন্ন রাখতে স্কুল কর্তৃপক্ষ সব রকব সহযোগিতা করবে স্থানীয়দের বরাত দিয়ে এমন আশ্বাস প্রদান করেন তিনি।