বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল -২০২৩) বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিশাল শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নুরিয়াস সাঈদ সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, সাবেক অর্থ সম্পাদক মনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক অনিতা রায়,পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলার মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, দেশ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের কোন ষড়যন্ত্র রুখতে পারবে না। তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পাড়া-মহল্লায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।