শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে ফিজার এমপি আন্দোলন কর্মসূচির নামে জনগণের সাথে ঠাট্টা করছে বিএনপি-জামাত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৮, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শনিবার দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামীর সঞ্চালনে শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি অনুপ কুমার।
শান্তি সমাবেশে মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, এক বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। এক শেখ হাসিনা আছেই বলে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও অগ্রগতি দুরবার গতিতে এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার। বিএনপি-জামাত শেখ হাসিনার উন্নয়নকে থামাতে চায়। ক্ষমতার লোভে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। অপরাজনীতি করছে। সন্ত্রাস করে মানুষ হত্যা করছে। দেশকে আবার পাকিস্তান বানাতে চায় বিএনপি। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা স্থবির করতে বিএনপি নানা কর্মসূচি দিচ্ছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি অব্যাহত। দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে বিএনপি। পদযাত্রাসহ রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়ে তামাশা করছে বিএনপি। তাদের মাঠে কোন অস্তিত্ব নেই। আন্দোলন কর্মসূচি ঘোষণার নামে জনগণের সাথে ঠাট্টা করা হচ্ছে। তাদের উদ্দেশ্য সফল হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামাতের ষড়যন্ত্র প্রতিহত করবে দেশের মানুষ।
এ ছাড়া দিনাজপুর জেলা আওয়ামীলীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা ও পৌর মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগসহ ১০টি ইউনিয়ন আওয়ামীলীগ, ১২টি ওয়ার্ড আওয়ামীলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তি সমাবেশ শেষে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শরিফুল আহসান লাল এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের কে.এস কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগদান

বোচাগঞ্জে সেনা বাহিনীর ত্রান বিতরণ

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন

সমান কাজ, পারিশ্রমিক অর্ধেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর,মজুরি বৈষম্য

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম নিয়ে পরীক্ষামূলক ভোট

ফলোআপ ঃ শয়ন হত্যাকান্ড আটোয়ারীতে শয়ন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তির অনিশ্চয়তায় বীরগঞ্জের প্রফুল্ল রায়

বীরগঞ্জে দেবোত্তর সম্পত্তির রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা

খাদ্য বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

খাদ্য বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ