বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রচেষ্টার অঙ্গীকার “রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর “এই স্লোগানে শনিবার সন্ধ্যায় রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক মোহনপুর শাখার আয়োজনে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাট হাইস্কুলে মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সাবেক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ফেরাজ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হামরা বীরগঞ্জিয়া এর সাধারণ সম্পাদক মতিউল ইসলাম, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুজ্জামান সাজু, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাইজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান দ্বীনেশ চন্দ্র মহন্ত, অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান রনি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন , এসময় উক্ত অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।