বুধবার , ১৯ জুন ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বিছানায় পড়ে থাকা গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৯, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

দিনাজপুর শহরের নয়নপুর মির্জাপুর খ্রিস্টানপাড়ায় নিজ বাড়ি থেকে শান্তি রানী নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।
নিহত শান্তি রানী (৪৩) দিনাজপুর সদর উপজেলার নয়নপুর মির্জাপুর খ্রিস্টানপাড়ার স্বপন দাসের স্ত্রী।
কোতোয়ালি থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, মঙ্গলবার দুপুরে সংবাদ পেয়ে শহরের নয়নপুর মির্জাপুর ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ওই বাড়ি থেকে পচা গন্ধ পায়। পরে স্থানীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এক নারীর অর্ধগলিত মরদেহ বিছানায় পড়ে আছে। বাড়িতে কেউ ছিলেন না। ছেলে-মেয়েদের বিয়ে হওয়ায় তারা বাড়িতে কেউ থাকেন না।
এসময় এলাকাবাসীরা জানায়, স্বপন দাস আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে লাশ উদ্ধার করা হয়েছে। শয়ন কক্ষে গায়ে কম্বল মুড়ি দেওয়া অবস্থাায় শোয়ানো ছিল তার দেহ। পুলিশ তার স্বামী স্বপন রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও