বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে কৃষকদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরলের আয়োজনে বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে ২০২২-২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় কৃষকদের এ সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর খামার বাড়ীর সহকারি উপপরিচালক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফা হাসান ইমাম। এছাড়া অন্যান্যদের মধ্যে অনেকে বক্তব্য রাখেন।