বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গত শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিন হয়। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান ও বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুল্লাহ আসাদ। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক পদে রায়হানুল আলম প্রধান রিয়েল ও দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা বিএনপির ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭১০ জন ভোটারের মধ্যে ৬৬৯ জন ভোট প্রয়োগ করেন। ৪৯৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন আব্দুল মান্নান। ৩৭৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে রায়হানুল আলম প্রধান রিয়েল ও দেলোয়ার হোসেন ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের ভোটগ্রহণ শেষে রাত ১০টায় নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। নতুন এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে। উল্লেখ যে, ২০০৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। নানা প্রতিক‚ল পরিস্থিতি মোকাবিলা করে ব্যাপক উৎসাহ উদ্দীনার মধ্যে দিয়ে পর দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।