সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমেনা বেওয়ার দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

এ সময় রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আমেনা বেওয়াকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,সাবেক মেয়র আলমগীর সরকারসহ অসংখ্য গুনগ্রাহী মুসল্লি।

রাণীশংকৈল প্রতিবন্ধীদের ১৭ হুইলচেয়ার বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন।

সোমবার (২অক্টোবর) বিকাল তিনটায় রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে ১৭ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদের সহযোগিতায় ১৭টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শাহরিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক আবু তাহের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও আনোয়ারুল ইসলাম প্রমুখ ।

সর্বশেষ - ঠাকুরগাঁও