বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পৌর মেয়রের সাথে প্রধান শিক্ষকের বাক-বিতন্ডা ফুলবাড়ী জিএম স্কুলের একাংশ শিক্ষার্থীর মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৭, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের ফুলবাড়ীতে ভিজিএফ এর চাল বিতরণে বিদ্যালয়ের ভবন ব্যবহারকে কেন্দ্র করে পৌর মেয়রের সাথে প্রধান শিক্ষকের বাক-বিতন্ডাকে কেন্দ্র করে
প্রধান শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ এনে পৌর মেয়র মাহমুদ আলমের বিরুদ্ধে মানব বন্ধন করেছেন।
গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের একাংশ শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১১ টায় গোলাম মোস্তফা ( জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ মানব বন্ধন করেন।
এদিকে পৌর মেয়র মাহমুদ আলম লিটন প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণে অসহযোগিতার অভিযোগ করেছেন, গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেনের বিরুদ্ধে।
জানাগেছে গত ১৮ এপ্রিল ভিজিএফ এর চাল বিতরনের জন্য জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ঘর বরাদ্ধ চায় পৌর মেয়র, কিন্তু প্রধান শিক্ষক কেবল মাত্র একটি হল ঘর চাল বিতরনের জন্য বরাদ্ধ দেন, সেই একটি ঘরে চাল বিতরনে অসুবিধা সৃষ্টি হলে পৌর মেয়র আরো কয়েকটি ক্লাস খুলে চাল বিতরণ করেন, এ ঘটনায় পৌর মেয়র ও প্রধান শিক্ষকের সাথে বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার ২৫ এপ্রিল মানব বন্ধন করেন বিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন যায়যায়দিনকে অভিযোগ করে বলেন পৌর মেয়র ও তার সহযোগী ব্যাক্তি অতিরিক্তি ক্লাস রুম খলে ব্যাবহার করে, এ কথা বলতে গেলে তাকে অকর্থ ভাষায় গালমন্দ করেন, এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানব বন্ধন করেছেন।
এদিকে পৌর মেয়র মাহমুদ আলম লিটন যায়যায়দিনকে বলেন প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরনের জন্য বিদ্যালয়ের ভবন বরাদ্ধ চাওয়া হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন অদৃশ্য কারনে ক্লাস রুম গুলো বন্ধ রেখে কেবলমাত্র হল রুমটি খুলে দেয়, এতেকরে ভিজিএফ এর চাল বিতরনে ব্যাপক অসুবিধার সৃষ্টি হলে বিদ্যালয়ের দপ্তরিকে দিয়ে তিনি কয়েকটি ঘর খুলে সেখান থেকে ভিজিএফ চাল বিতরণ করেন। এতেকরে তিনি প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ বিতরনে অসহযোগিতার অভিযোগ করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।
এবিষয়ে জানতে চাইলে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেননা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে ফোনে বাক-বিতন্ডার কথা জানিয়েছিল, সে সময় তিনি প্রধান শিক্ষকে শান্ত থাকার কথা বলেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিষধর রাসেলস ভাইপার ও অজগর সাপ দেখা মিলায় বিরল সীঁমান্ত এলাকায় সাপ আতংক

দিনাজপুরে বাংলাদেশ স্কাউটস কাব হলিডে অনুষ্ঠিত

কাহারোলে হাতিশা হরি মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ আমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

চাকরিপ্রার্থীদের বয়সসীমায় ২১ মাস ছাড়

তেঁতুলিয়ায় সীমান্তের ১২শ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

হরিপুর উপজেলা প্রেস ক্লাবের ১ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈদকে ঘিরে ব্যস্ততা থাকলেও ভাল নেই কামার শিল্পিরা টুং টাং শব্দে মুখরিত কিন্তু সংশয় কাটছে না

এমপিওভুক্তির দাবীতে ও ঢাকায় শিক্ষাদের কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

পুলিশ জনগণ এক সাথে কাজ করলে অপরাধ কমবে …… এডিশনাল ডিআইজি