বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুররের বিরল সীঁমান্ত এলাকায় বিষধর রাসেলস ভাইপার ও অজগর সাপের দেখা মিলেছে। এনিয়ে সীঁমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে সাপ আতংক।
সোমবার দুপুরে উপজেলার ৮ নং ধর্মপুর ইউপি’র এনায়েতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন সীঁমান্ত এলাকায় একটি সাপ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। বন বিভাগের লোকজন স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে সাপটি অজগর বলে নিশ্চিত হয়। অপরদিকে গত শনিবার উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র বালান্দোর জলপাড়া সীঁমান্ত এলাকায় স্থানীয়রা একটি বিষধর রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিরলের ধর্মপুর ফরেস্ট বীটের বীট কর্মকর্তা মহসীন আলী।
উল্লেখ্য, এর আগে একই ইউপি’র বেতুড়া রেন্টার ব্রীজ এলাকা থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়। এঘটনায় বিরল সীঁমান্তে এলাকায় সাপ আতংক বিরাজ করছে।