শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা আজ শান্তিতে আছে, ভাল আছে —হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৯, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি\
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বীরমুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিন যদি বীরমুক্তিযোদ্ধারা পাকিস্তানির বিরুদ্ধে ঝাপিয়ে না পড়তো তা হলে আজ আমরা স্বাধীনতা পেতাম না। বীরমুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিচ্ছেন শেখ হাসিনা সরকার। বিএনপি-জামাতের আমলে বীরমুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল। তাদের সম্মান তো দুরের কথা কোন প্রকার ভাতা দেয়া হয় নি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বীরমুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাতা দিয়ে আসছেন। ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা ভাতা দিচ্ছেন। সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। ভুমিহীন ও গৃহহীন বীরমুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিসহ বাড়ী করে দিচ্ছেন। তারা আজ শান্তিতে আছেন। ভাল আছেন।

শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের সকল বীরমুক্তিযোদ্ধাদের নামের তালিকার ফলক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। একই দিন ৫নং শশরা ইউনিয়নের ফাসিলাডাঙ্গা ফুটবল মাঠে ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এমপি কাপ ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলার পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এসময় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকসেদ আলী রানা প্রমুখ।
ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্ঠা মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফা নাড়–র সঞ্চালনে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। খেলায় ইউনিয়ন স্পোর্টিং ক্লাবকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শামসু ওয়াচ অপটিক্যাল, বাহাদুর বাজার।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নীত করায় দেশ আজ বিশ্ব দরবারে মাথা উ”ু করে দাড়িয়েছে উল্লেখ করে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে মাদকমুক্ত দেশ গড়তে। একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয় মাদক। শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তাই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। এ জন্য আমাদের বেশি বেশি করে খেলাধুলা করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

বোদায় সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে —দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খাঁন এমপি

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা

পীরগঞ্জের ইউএনও কে বিদায় সংবর্ধনা

লন্ডনে ব্যারিস্টার হলেন বীরগঞ্জের জুন্নুন ওয়ালিদ চৌধুরী

লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন অনুষ্ঠিত

রাণীশংকৈল আল-হিকমাহ এনলাইটেন্ড স্কুলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় এমপি ও আ,লীগ নেতৃবৃন্দ

ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত ঘন কুয়াশার সাথে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ