শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ পরাজিত করতে পারবে না -হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৯, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ পরাজিত করতে পারবে না। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রের মধ্য দিয়েও শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে মাথা উচু করে দড়িয়েছে বাংলাদেশ। আওয়ামীলীগ মানেই উন্নয়ন। বিএনপি-জামাতের রেখে যাওয়া তলাবিহীন ঝুড়ির দেশ আজ উন্নত দেশের কাতারে পৌছে যাচ্ছে। সেই লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ৭১ এর পরাজিত শক্তিরা আবারও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। ওই সব ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ বাংলাদেশের প্রতিটি মানুষ ভাল আছেন। শান্তিতে আছেন। সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করছেন। অসহায় ও দরিদ্র মানুষেরা প্রতিটি উৎসবে বিভিন্ন ধরনের সহযোগিতা পাচ্ছেন। ভুমিহীন ও গৃহহীনরা পেয়েছেন নিজস্ব জমিসহ বাড়ী। দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান করে বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছেন শেখ হাসিনা। আর বিএনপি ক্ষমতায় আসলে দেশ আবারও পিছিয়ে যাবে। সকল প্রকার সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। তারা দুর্ণীতিতে পরিনত করবে দেশকে। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ ও শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে আরও কখনও পিছিয়ে যেতে দিবে না। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে নৌকার বিকল্প নাই। নৌকায় একমাত্র জনগনের ভরসা। নৌকায় পারে এ দেশের উন্নয়নকে এগিয়ে নিতে।
২৯ এপ্রিল শনিবার দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইসহাক চৌধুরী, রেজাউল করীম রাকি, ইব্রাহিম সরকার, মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, মানবেন্দ্র নাথ রায়, আশরাফুল আলম, দপ্তর সম্পাদক রাজেদুর রহমান রাজু, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সুন্দরবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফসহ সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ ছাড়াও সদর উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/ সাধারন সম্পাদক বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের ইন্তেকাল

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত বর্ষপূর্তি উদযাপন

দিনাজপুরে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

দিনাজপুরে নারীদের অংশগ্রহনে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকুলের জন্ম দিন আজ

হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকুলের জন্ম দিন আজ

দিনাজপুরে যথাযথ মর্যাদায় শোকাবহ জেলহত্যা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদ বিএনপির জনসমাবেশ

পঞ্চগড়ে মনোনয়ন প্রত্যাশি মুক্তার ব্যতিক্রমী গণসংযোগ

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে তরমুজ,কলা সহ নিত্যপণ্যের দাম বেড়েছে

রাণীশংকৈলে ইএসডিও’র প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা