মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোদা উপজেলার কৃষি শ্রমিকরা বোরো ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
বোদা উপজেলার কৃষি শ্রমিকরা বোরো ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এ বছরেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষি শ্রমিকরা বোরো ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন। এসব শ্রমিকরা জানান, এই উপজেলায় ধান পাকতে আরো মাসখানেক সময় লাগবে। এ সময় বাড়িতে বেকার বসে না থেকে কৃষি শ্রমিক দলে দলে বিভিন্ন জেলায় ধান কাটতে যাওয়া শুরু করেছেন। দক্ষিনাঞ্চলের যে সব এলাকায় ধান পেকেছে সে সব এলাকায় ধান কাটতে যাচ্ছেন তারা। স্থানীয়ভাবে ধান কাটা শুরু হলে সব শ্রমিকই এলাকায় ফিরে আসবেন বলে জানান তারা। আনোয়ার, জব্বার, মিন্টু, আজিজার সহ কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা গেছে, চৈত্র-বৈশাখ মাসে মূলত কৃষি শ্রমিকের হাতে তেমন কাজ থাকে না। কর্মসংস্থানের অভাবে অনেকেই বেকার হয়ে পড়েন। অনেকেই সুদের ওপরে টাকা নেন। কেউ বা ধার দেনা করে টাকা নিয়ে আগাম ধান কাঁটার জন্য বাইরের জেলায় চলে যান। সেখানে কয়েকদিন ধান কাটা-মাড়াই করে অর্থ উপার্জন করে ১০-২০ দিন পর বাড়িতে ফিরে আসবেন। এর মধ্যে নিজ এলাকায় ধান পাকলে ধান কাটা-মাড়াইয়ের কাজ করবেন। এখন তাদের প্রতি সপ্তাহে বিভিন্ন এনজিও এবং সংস্থায় কিস্তি দিতে হচ্ছে। ফলে অনেকটা বাধ্য হয়েই ধান কাটতে দক্ষিণের জেলাগুলোতে পাড়ি জমাচ্ছেন শ্রমিকরা। এ সময় কৃষি শ্রমিক আতোয়ার জানান, প্রতি বছর আগাম ধান কাটার জন্য দলবেধে সেখানে যান তারা। এ বছরও সেখানকার পরিচিত কৃষকেরা মুঠোফোনে কল করেছেন। তাই আমরা দলবেঁধে সেখানে যাচ্ছি। ধান কেটে দেয়ার জন্য বাড়িতে খাওয়া খরচ এবং কিস্তি পরিশোধের জন্য কিছু টাকা রেখে যাচ্ছি। সাথে কিছু টাকা নিয়ে গন্তব্যে রওয়ানা দিচ্ছি। বাড়িতে বসে না থেকে ধান কাটতে যাচ্ছি আমরা। বোদা বাইপাস মোড় হতে থেকে নাইট কোচ যোগে টাঙ্গাঈল যাচ্ছেন বোরো ধান কাটা শ্রমিকের দল। এসব শ্রমিক কাপড়ের ব্যাগে করে প্রয়োজনীয় কাপড়, কাস্তে, রশি ও ধান বহনের বাহুঙ্গা ঘাড়ে নিয়ে যাচ্ছেন ধান কাটতে। এই দলে রয়েছেন ১০ জনের মতো। তারা ধান কাটতে যাচ্ছেন টাঙ্গাঈল জেলায়। সেখানকার পরিচিত কৃষকেরা বার বার ফোন করে জানিয়েছেন, তাদের ধান পেকে জমিতে পড়ে যাচ্ছে। তাই তারা ধান কাটতে সেখানে যাচ্ছেন। অনেক শ্রমিক ধান কাটতে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সান্তাহার, সিরাজগঞ্জ, নাটোরও যাচ্ছেন। এ ব্যাপারে ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান জানান, প্রতি বছর এই সময়ে উপজেলা থেকে প্রায় ১ হাজার ধান কাটা শ্রমিক বাড়িঘর ছেড়ে চলে যান। পরিবার-পরিজনদের মায়া-মমতা ত্যাগ করে তারা আগাম ধান কাটতে বাইরের জেলায় যান। এক সময় তারা কাজে গেলেও কোন যোগাযোগ মাধ্যমের ব্যবস্থা ছিল না। বর্তমানে তারা মোবাইল ফোন হাতে নিয়ে কাজে চলে যাচ্ছেন। ফলে অতি সহজেই প্রতিনিয়ত তারা বাড়ির খোঁজ খবর নিতে পারছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও শিশু তাসফিয়া উদ্ধার হয়নি

বীরগঞ্জ পৌরবাসীর সেবক হতে চাই – মেয়র মোশারফ হোসেন

পীরগঞ্জে ভুমিহীন জনসমাবেশ অনুষ্ঠিত

পার্বতীপুরে ২৯ প্রাথমিকের ৪১শিক্ষকদের বইপড়া উৎসব

বীরগঞ্জে চতুর্থ ধাপের নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নের পাকা রাস্তার দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে সংবেদনশীল সভা অনূষ্ঠিত

কাহারোলে এখন চাষীরা আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক উদ্ধার সহ ৩ মাদক ব্যবসায়ী এবং ৪ জুয়ারু গ্রেফতার