হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডে ১৬ পরিবারের ১৬টি ঘর, ও ঘরে থাকা নগদ অর্থসহ আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।
বুধবার (১০ মে) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বশালগাও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকাল সোয়া ৩টার দিকে আব্দুল মালেকের ছেলে আকতারুল ইসলামের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে, আনোয়ার হোসেন, আব্দুল মালেক, সাদেকুল ইসলাম, শাহজাহান আলী, সলেমান আলী,লুৎফর রহমান, খলিলুর রহমান, আব্দুল মজিদ, আনোয়ার হোসেন, শামীম আলী,আমির উদ্দিন, জালাল উদ্দিন, একরামুল হক,নাসির উদ্দিন হামিদুর রহমানসহ ১৬টি পরিবারের বসতবাড়ির ১৬টি ঘর, নগদ অর্থসহ ও সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ অর্থসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ইউপি সদস্য মোবাশ্বের আলী।
খবর পেয়ে হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক,কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম আগুনে পোড়া বাড়ি পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ বিতরণসহ আগামী দুই দিন পরিবারগুলোকে খাবার সরবরাহ করা হবে।
এর আগে দুপুর বারোটার দিকে উপজেলার কান্ধাল গ্রামে ৪টি পরিবারের ৭টি ঘর চুলার আগুনে পুড়ে যায়।