বিকাশ ঘোষ,, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আমাদের নার্স, আমাদের ভবিষ্যত” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার করিমপুর টিএমএসএস নার্সিং ইন্সটিটিউট এর আয়োজনে টিএনআইবি লেকচার গ্যালারী তে আয়োজনে এ আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যক্ষ খালেদা আক্তার কল্পনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান। গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রা:) হাসপাতালের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ড. আজিজুর রহামান। এসময় হাসপাতালে কর্মরত নার্স ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।