শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম সানুর শোক সভায় বক্তারা সানু শুধু শ্রমিক নেতাই না-ছিলেন নিপীড়িত ও নির্যাতিত শ্রমিকদের পরম বন্ধু
বিশিষ্ট শ্রমিক নেতা, দিনাজপুর রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা- সাবেক সভাপতি, পৌরসভার সাবেক কমিশনার, ছাত্র ইউনিয়ন নেতা ও দিনাজপুর নাট্য সমিতির প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম সানুর নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে স্থানীয় শতবর্ষী নাট্য সমিতির মিলনায়তনে।
শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম সানু নাগরিক শোক সভা কমিটি দিনাজপুর এর আয়োজনে এবং কমিটির আহবায়ক প্রবীণ রাজনীতিবীদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মানিত আলোচ্যক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান, জেলা জাসদের সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হুসায়েন, বিশিষ্ট সাংবাদিক ও দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সদর উপজেলা অটো-রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি সৈয়দ মনসুরুল হোসেন বাবলু। এছাড়া দিনাজপুরের কৃতি সন্তান, প্রবাসী বন্ধু নাসির খান পল মোবাইল ফোনে বক্তব্য রাখেন। স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন এস,এম খালেকুজ্জামান রাজু, আলিউর রহমান ওলি, মোঃ রেজাউল করিম, জুলকার নাঈম সাগর, আবু জাহিদ মোহাম্মদ সারওয়ারুল সাহান ক্লিপ্টন, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, নবরূপীর সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামলউদ্দীন বাচ্চু, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ। বক্তারা বলেন, সানু শুধু শ্রমিক নেতাই ছিলেন না, ছিলেন নিপীড়িত-নির্যাতিত শ্রমিকদের পরম বন্ধু। তহিদুল ইসলাম সানু ছিলেন একজন প্রতিবাদী শ্রমিক নেতা এবং অসম্প্রদায়িক একজন সৎ মানুষ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রেজাউর রহমান রেজু। শেষে মরহুম তহিদুল ইসলাম সানুর স্মরণে একটি স্মরণিকা প্রকাশ করা হয় এবং উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয়।