বিকাশ ঘোষ , বীরঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “স্মার্ট ভুমি সেবায় ভুমি মন্ত্রনালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ভুমি অফিস প্রাঙ্গনে উপজেলা ভুমি অফিসের আয়োজনে ২২ মে হতে ২৮ মে ভুমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো: আমিনুল ইসলাম। পরে অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে জনসচেতনতামূলক সভায় মিলিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্ভেয়ার আবুল কাশেম। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারী , সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।