দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “ফ্যাসিস্ট আইনজীবী হটাও-আইনজীবী সমিতি বাঁচাও” এই শ্লোগানে জেলা আইনজীবী সমিতি ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টদের দোসরমুক্ত করার দাবিতে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেল ৩টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, চলতি মাসের ৩ তারিখ জেলা আইনজীবী সমিতির সাধারণ সভার ১০টি এজেন্ডার মধ্যে ৩টি এজেন্ডা আলোচনা করা হয়, আর বাকী ৭টি এজেন্ডা কোন প্রকার আলোচনা করা হয়নি। ওই সাধারণ সভার কোন প্রকার
লিখিত রেজুলেশনও লিপিবদ্ধ করা হয়নি। সমাবেশ থেকে আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য দর্নীতিবাজদের দুর্নীতির বিচারের দাবি জানানো হয়।
পাশাপাশি আওয়ামী সরকারের দোসর তৎকালিন হুইপ ইকবালুর রহিমের দোসরদের আসন্ন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানান বক্তারা।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়াবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বিপুল, সহ-সভাপতি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, কবির বিন গোলাম চার্লি, মোঃ খয়রাত আলী, মোঃ এমাম আলী প্রমূখ। মনববন্ধন ও সমাবেশে আইনজীবী ফোরামের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।