বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: ” দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক জিন্দাবাদ ” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ১১৬৭রোজি: মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ ষ্ট্যান্ড কমিটির আয়োজনে দীর্ঘ ১৩ বছর পর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন-২০২৩) বেলা ১২ টায় বীরগঞ্জ সরকারি কলেজে সংলগ্ন স্থানে বিশেষ সাধারণ সভায় দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক সড়ক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি ও দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা,সাংগঠনিক সম্পাদক শাহবুব আলম,সিনিয়র সহ-সভাপতি এনামুল হক,সহ-সভাপতি আলহাজ্ব তয়েব আলী,কোষাধ্যক্ষ আব্দুল সামাদ,সড়ক সম্পাদক আনারুল ইসলাম, কার্যাকারী সদস্য আকালু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ ষ্ট্যান্ড কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহম্মেদ আলী,যুগ্ম সম্পাদক মানিক চক্রবর্তী সহ-সভাপতি বেলাল হোসেন,সহ-সভাপতি দ্বীন ইসলাম মাঝি, জাহিরুল ইসলাম,মামুনুর রশিদ,আব্দুল মতিন,গনেশ দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মুন্না। বিশেষ সাধারণ সভা শেষে মো.শহিদুল ইসলাম কে সভাপতি ও আহম্মেদ আলীকে সম্পাদক করে ২০ বিশিষ্ট বীরগঞ্জ ষ্ট্যান্ড কমিটির ঘোষণা দেন প্রধান অতিথি ফজলে রাব্বি।
জেলা নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় মটর পরিবহন শ্রমিকদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করবে সেইসাথে বীরগঞ্জ ষ্ট্যান্ডের আগামী কমিটি হবে সাহসী,দক্ষ ও যোগ্য নেতৃত্বে।