বুধবার , ৭ জুন ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক সেমিনার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৭, ২০২৩ ৭:০৫ পূর্বাহ্ণ

দিনাজপুরে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক সেমিনার শুরু হয়েছে। ৪ জুন রোববার দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক কার্যক্রম শুরু হয়। ডাক্তারদের সংগঠন “প্লাটফর্ম” এর উদ্যোগে, মেডিসিন ক্লাব এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট এর সহযোগিতায় “সুচনায় পড়লে ধরা, ক্যান্সার রোগ যায় যে সারা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রমের শুভ সুচনা করা হয়।
সচেতনতামুলক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোহিবুর রহমান নীরব। সচেতনতামুলক বক্তব্য রাখেন ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সমীরন কুন্ডু, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অধ্যাপক লায়লা হাসিনা বানু, দিনাজপুর পরমানু চিকিৎসা ইনস্টিটিউটের মেডিকেল অফিসার ডাঃ খায়রুল আলম পিয়াল, ডাঃ আফরা চৌধুরীসহ মেডিসিন ক্লাবের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দররুল আনাম সিদ্দিকী, অপর্না সাহা, বিকন ফার্মাসিউটিক্যালস এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহফুজুর হকসহ আরও অনেকে।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়। এই সচেতনতামুলক কর্মকান্ডের মাধ্যমে দিনাজপুরে স্তন ক্যান্সার কমানো ও সচেতনতায় ভুমিকা রাখবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন। এ ছাড়াও স্তন ক্যান্সার প্রতিরোধে নিজেকে সচেতন হতে হবে। সেমিনারে শিক্ষার্থীদের নিয়ে স্তন ক্যান্সার প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠত হয়। বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়্
স্তন ক্যান্সার প্রতিরোধে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন স্কুল ও কলেজে সচেতনতামুলক সেমিনার কর্মসুচী পালন করা হবে বলে জানিয়েছেন পরমানু চিকিৎসা ইনস্টিটিউটের মেডিকেল অফিসার ডাঃ খায়রুল আলম পিয়াল।
উল্লেখ, স্তন ক্যান্সারের লক্ষণসমূহ ঃ স্তনে ব্যথমুক্ত চাকা, স্তন বোটার পরিবর্তন যেমন ভিতরে ঢুকে যাওয়া, স্তন বোটা থেকে ক্ষরণ, স্তনের আকার এবং আকৃতির পরিবর্তন, বগলে চাকা, স্তনের চামড়া লাল হয়ে যাওয়া ও ছোট ছোট গর্ত হওয়া (যেমন কমলা লেবুর আবরনে দেখা যায়) ও স্তুনে ঘা দেখা যাওয়া।
প্রতিরোধে করণীয় ঃ ৩০ বছরের আগেই বিয়ে ও প্রথম সন্তান ধারন করতে হবে, পরিমিত আহার ও হালকা ব্যায়াম এর মাধ্যমে শরীরকে হালকা পাতলা রাখতে হবে, তামাক-গুল ইত্যাদি পরিহার করতে হবে, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য, ফাস্ট ফুড কম খেতে হবে, পর্যাপ্ত ফলমুল এবং শাক-সবজি খেতে হবে, শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে এবং মদ্যপান থেকে বিরত থাকতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হঠাৎ বেড়েছে কলার দাম

রাণীশংকৈলে শিয়ালের কামড়ে ৭ জন আহত

স্বাধীনতা বিরোধী অপশক্তিরা এখনও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে চায় রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

কাহারোলে সোস্যাল এইড এর আয়োজনে মুসলিম হেলফেন জার্মানী’র অর্থায়নে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

প্রতিবন্ধী দুই ভাই-বোনকে হুইলচেয়ার দিলেন ইউএনও

খাদ্য অধিদপ্তরে জমির দলিল হস্তান্তর করলেন এমপি রমেশ চন্দ্র সেন

আউলিয়া ঘাটে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও অর্থিক সহায়তা

ঠাকুরগাঁওয়ে বিশ্ব নদী দিবস উদ্যাপনে র‌্যালি ও আলোচনা সভা

পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে রাসেল হত্যাকাণ্ড একটি জঘন্য নজির -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন