পঞ্চগড় প্রতিনিধি\নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাংকন ও ¤েøাগান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রঙিন বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ ছাড়াও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন, পঞ্চগড় জেলা শাখা ও ভূমিজের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও পৌর মেয়র জাকিয়া খাতুন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও আমন্ত্রিত অতিথিরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও ¯েøাগান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।