শুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৯, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগীর সংখ্যা। বর্তমানে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত রোগীর চেয়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশী বলে জানায় স্বাস্থ্য বিভাগ। শীত বাড়ার সাথে বিভিন্ন উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। তাই জরুরি বিভাগ ও বহির্বিভাগের প্রতিদিন চাপ বাড়ছে। সেই সাথে জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা তুলনাম‚লক বেশী বলে জানা যায়। খানসামাসহ বিভিন্ন উপজেলার হাসপাতালেও একই অবস্থা। গত ২৪ ঘন্টায় জেলায় শ্বাসতন্ত্রের সংক্রমনে ২০জন এবং ডায়ারিয়ায় আক্রান্ত ৪৪জন রোগী ভর্তি হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, জেলায় গত ১৫জানুয়ারী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল,২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসতন্ত্রের সংক্রমনে ৮৮৫জন এবং ডায়ারিয়ায় আক্রান্ত ২৫৯৯জন রোগী ভর্তি হয়েছে।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে প্রতিদিন ৫৫-৬০জন রোগী ভর্তি হলেও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন ১০-১২জন ও শ্বাসকষ্টের সমস্যায় ৭-৮জন রোগী ভর্তি হচ্ছেন। অন্য সমস্যার রোগী ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেশী হলেও রোগীদের সেবা দিচ্ছে হাসপাতালের চিকিৎসক, নার্স-মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীরা। সেই সাথে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকেও রোগীর ভিড় বাড়ছে।
খানসামা হাসপাতালের জরুরী বিভাগে সেবা নিতে আসা আহসান হাবীব আসেন তার দুই বছরের ছেলেকে নিয়ে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ভর্তি করান হাসপাতালে।ডায়রিয়া ও চেহারা ফ্যাকাসে হওয়ায় হাসপাতালে ভর্তি করেছি এবং চিকিৎসা সেবা চলছে।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল বলেন,আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া রোগী বেড়েছে। এসময় সবাইকে সচেতন থাকতে হবে এবং শিশুদের প্রতি যতœশীল হতে হবে। পাতলা পায়খানা শুরু হলে মুখে খাবার স্যালাইন বার বার খাওয়াতে হবে। প্রয়োজনে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে,বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ভাগ। চলছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। জেলায় এ সপ্তাহে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বৃষ্টি হলে তাপমাত্রা আরো কমে যেতে পারে বলে জানান জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন

নবাবগঞ্জ জাতীয় উদ্যানে অগ্নিকান্ডের ঘটনায় জাতীয় উদ্যানের বনভূমিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষনায় মাইকিং

আলু ৫০ পেয়াজ ৮০ রাণীশংকৈলে বাজার মনিটরিংয়ের অভাবে দাম বেশি

করোনায় একদিনে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯২৫

করোনা শনাক্তের দেশের ইতিহাসে নতুন রেকর্ড-৬৪৬৯, বেড়েছে মৃত্যু-৫৯

২০ জন খেলোয়াড়কে করোনাকালীন প্রনোদনার নগদ অর্থ বিতরণ দিনাজপুরে ৭ দিনব্যাপী বাস্কেটবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ

২০ জন খেলোয়াড়কে করোনাকালীন প্রনোদনার নগদ অর্থ বিতরণ দিনাজপুরে ৭ দিনব্যাপী বাস্কেটবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ

আগামী মাসে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হতে হচ্ছে

অবৈধ ক্লিনিক বন্ধ ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

রাণীশংকৈলে ইসরাঈল হোসেনের ইন্তেকাল

বীরগঞ্জে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার