শুক্রবার , ১৬ জুন ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ৪২ মণের ‘বিগ বস’ গরুটি কিনলে মোটরসাইকেল উপহার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৬, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আফিল উদ্দীনের ‘বিগ বস’ -বিশাল আকৃতির ষাঁড় ‘বিগ বস’-এর ওজন সাড়ে ৪২ মণ। গরুটির মালিক আফিল উদ্দীন এর দাম হাঁকিয়েছেন ৩৫ লাখ টাকা। আর বিগ বসকে যিনি কিনবেন তিনি উপহার হিসেবে পাবেন একটি মোটরসাইকেল। আফিল উদ্দীনের বাড়ি ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালতলা গ্রামে।
‘বিগ বস’ নামের ষাঁড়টি এবার হরিপুর উপজেলার সবচেয়ে বড় কোরবানির পশু বলে দাবি করা হচ্ছে। গতবারই গরুটি কিনতে ২২ লাখ টাকা দাম বলেছিলেন স্থানীয় এক ক্রেতা। কাক্সিক্ষত দাম না পাওয়ায় বিক্রি করেননি আফিল উদ্দীন। এবার আশা করছেন, প্রত্যাশিত দামে বিক্রি করতে পারবেন। জানা গেছে, ‘বিগ বস’র প্রতিদিনের খাদ্য তালিকায় জোগান দিতে হয় দানাদার ও তরল খাদ্য হিসেবে খইল, ভুট্টা, বুট ও ছোলার ভুসি, খড়, নেপিয়ার ঘাস ও কুড়া। পাশাপাশি খাওয়ানো হয় বিভিন্ন ফলমূল সহ পুষ্টিকর খাবার। এর জন্য প্রতিদিন ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা ব্যয় হয় মালিকের। গরুটি লম্বায় ১০ ফুট ও উচ্চতায় ৫ ফুট ১০ ইঞ্চি। এর ওজন বলা হচ্ছে ১৭০০ কেজি অর্থাৎ সাড়ে ৪২ মণ। বিশাল আকৃতির গরুটিকে দেখার জন্য স্থানীয়রা সহ দূরদূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। আর রাতে ষাড়টির নিরাপত্তার জন্য থাকে নিবিড় নজরদারি। স্থানীয় বিজলি আক্তার নামে এক গৃহবধূ বলেন, নিজের সন্তানের মতো যত্ন করে গরুটিকে বড় করেছেন আফিল উদ্দিন ও তার স্ত্রী। তাদের দেখে আমাদের এখানকার অনেকে এভাবে গরু লালনপালন করার পরিকল্পনা করছেন। আফিল উদ্দিন বলেন, এলাকায় যে কয়টি ষাঁড় আছে, সেগুলোর তুলনায় আকারে অনেক বড় হওয়ায় আমি ষাঁড়টির নাম রেখেছি ‘বিগ বস’। ৬ বছর ধরে আদরযত্নে ষাঁড়টিকে লালন করছি। বিগ বসের দাম জানতে চাইলে আফিল উদ্দিন বলেন, দাম চাচ্ছি ৩৫ লাখ টাকা। যিনি এ দামে কিনবেন তাকে বিগ বসের সঙ্গে ১৬০ সিসির পালসার একটি মোটরসাইকেল উপহার দেব। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, এমন বড় আকৃতির বা ওজনের দ্বিতীয় গরু ঠাকুরগাঁও জেলায় নেই। আমরা গরুটিকে লালনপালনের ক্ষেত্রে সব সময় পরামর্শ দিয়ে আসছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মাধ্যমিক শিক্ষা বিষয়ে ওয়ার্কশপ

বিলুপ্তির পথে ইঁদারা বা কুয়ার দেখা মিলেছে প্রত্যন্ত গ্রামে

বীরগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন 

পঞ্চগড়ে করতোয়া নদীতে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের পানিতে খুশি কৃষক

ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ

জাতীয় চা দিবস আজ সবুজ পাতার দাম না পেয়ে চা বাগান কেটে ফেলছেন চাষিরা \ উত্তরের চা শিল্প কি ধ্বংসের দ্বারপ্রান্তে?

দিনাজপুরে মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আটোয়ারীতে ৪র্থ দফা অবরোধে সতর্ক অবস্থানে আইনশৃংখলা বাহিনী

হরিপুরে আইনশৃঙ্খলা ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে খাবার খেয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে