জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস,দিনাজপুর এর উদ্যোগে ১৮ জুন জেলা প্রশাসন, দিনাজপুর এর সভাকক্ষে তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শাকিল আহমেদ, জেলা প্রশাসক,দিনাজপুর। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিগণ তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের মতামত তুলে ধরেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন মো: রোস্তম আলী, সহকারী পরিচালক, জেলা তথ্য অফিস, দিনাজপুর। তথ্য অফিসের কার্যক্রমে স্মার্ট কৌশলে আরও গতিশীল করার লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় তথ্য প্রচারে ব্যবহৃত বিভিন্ন স্মার্ট কৌশলের বর্ণনা, স্মার্ট কৌশল ব্যবহারের সুবিধা ও তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, নেতৃ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ১৩০জন উপ¯ি’ত ছিলেন।