পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দেড় লক্ষ সদস্যের অনলাইন বেসিক ফেসবুক গ্রুপ “দিনাজপুর গার্লস ক্লাব” এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতারির জন্য রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের স্টেশন এলাকায় এসব তুলে দেন গ্রুপের নেতৃবৃন্দ।
দিনাজপুর গার্লস ক্লাব এর এডমিন আফরিন মৌ ও আফরোজ মাহমুদ বন্যার তত্ত¡াবধানে এ বিতরণীতে উপস্থিত ছিলেন গ্রুপের মডারেটর সিলভিয়া,তাসকিনা,মমতা,শাম্মী।
এসময় গ্রæপ সংশ্লিষ্টরা, রমজানের এ মাসে সাধ্য অনুযায়ী অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আত্ম তৃপ্তি প্রকাশ করেন। এছাড়া যার যার অবস্থান থেকে সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।