শুক্রবার , ২৩ জুন ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে দীর্ঘ ১৩ বছর পর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৩, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘ ১৩ বছর পর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ,বীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দীন দিলিপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আব্দুল হালিম ব্যাপারী।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো.আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক ছাত্র নেতা আবু হুসাইন বিপু,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভুষন রায় লিটন, সদস্য কালাম সিকদার, সুমন দেওয়ান,আরিফ খন্দকার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রাইসুল ইসলাম। সমাবেশ শেষে আরিফুজ্জামান আরিফ কে আহবায়ক করে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আব্দুল হালিম ব্যাপারী,উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভুষন রায় লিটন, সদস্য কালাম সিকদার, সুমন দেওয়ান,৩১ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রুবেল, আলমগীর হোসেন টুটুল, মনঞ্জুর হোসেন রুমন,সদস্য রফিক আহমেদ রুমন, মনঞ্জুর হোসেন রুমন,আলিম রব্বানী, গোলাম রব্বানী, ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায়, রওশন এলাহী, রফিকুল ইসলাম, নাবিউল ইসলাম বাবু,মৃণাল রায়,ইকবাল হোসেন, হারুনুর রশীদ, নিপু সাহা,রকিবুল ইসলাম রাকিব,শফিকুল ইসলাম, রানা ইসলাম, দিপা খানাম,সু-উজ্জবল রায়,মোশেদুল, রুহুল আমিন, জুয়েল দেবনাথ, লাবু ইসলাম ও আমৃত শর্মা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত