আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর তত্তাবধানে দিনাজপুর পৌরসভা কার্যালয়ে তালিকাভুক্ত অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ্য ব্যক্তি-পরিবারের মাঝে কার্ডপ্রতি ১০কেজি হারে ভিজিএফ চাউল বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রতিনিধি হিসেবে দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী।
পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চাউল বিতরণী কার্যক্রমের ট্যাগ অফিসার (শহর সমাজসেবা অফিসার) মো. মাইনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমান বকুল, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলর মো. আব্দুল হানিফ দিলন প্রমুখ।
দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হয় বলে জানান তদারকি কর্মকর্তা মাইনুল ইসলাম।